শুরু হয়েছে ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’। রোববার (২১ নভেম্বর) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।
টুর্নামেন্টটির আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আর পৃষ্ঠপোষকতায় আছে প্রাণ-আরএফএল গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। স্বাগত বক্তব্য দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরা খেলাধুলার প্রতিও বেশ মনোযোগী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এতো বড় ফুটবল আয়োজন প্রশংসার দাবিদার। তিনি বলেন, শুধু ঢাকা শহরই নয় সাংবাদিকদের এই ফুটবল প্রতিযোগিতা ঢাকার বাইরে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে আয়োজন করলে ব্যাপকতা আরও বাড়বে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ডিআরইউ’র এই ফুটবল টুর্নামেন্ট সত্যি অন্যরকম আয়োজন। এই আয়োজনের সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পাশে থাকবে।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নূরুল আফসার বলেন, পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দবোধ করছি। এ ধরনের আয়োজনে ভবিষ্যতেও প্রাণ-আরএফএল ডিআরইউ’র পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির জ্যেষ্ঠ সদস্য হাসান উল্লাহ খান রানা, রায়হান আল মুঘনি, জাহেদ হোসেন খোকন, রাশিদা আফজালুন নেসা ও আরাফাত জোবায়ের প্রমুখ।
এদিকে উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে নাগরিক টিভি, যুগান্তর, মানবজমিন, বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাভিশন, এটিএন বাংলা, বিটিভি ও আজকালের খবর।
দিনের প্রথম খেলায় নাগরিক টিভি ২-১ গোলে ঢাকা প্রকাশকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আব্দুল্লাহ শাফী।
দ্বিতীয় ম্যাচে যুগান্তরের জোতির্ময় মন্ডলের হ্যাট্রিকে ৪-০ গোলে আমার বার্তাকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জ্যোতির্ময় মণ্ডল।
তৃতীয় ম্যাচে মানবজমিন টাইব্রেকারে ৪-৩ গোলে নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন নয়া দিগন্তের জসিম উদ্দিন রানা। চতুর্থ ম্যাচে বিজনেস স্ট্যান্ডার্ড ৩-০ গোলে একুশে টেলিভিশনকে হারিয়েছে। বিজয়ী দলের এম এম জসিম একাই ৩ গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
পঞ্চম ম্যাচে বাংলাভিশন টাইব্রেকারে ৫-৪ গোলে সময়ের আলোকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাভিশনের আরিফুল হক। ষষ্ঠ ম্যাচে এটিএন বাংলা ৪-০ গোলে অবজারভারকে হারিয়ে জয় তুলে নেয়। বিজয়ী দলের কামরুজ্জামান রাজিব ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৫০টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
সোমবারের (২২ নভেম্বর) খেলা
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ:
সকাল ৯: ০০টা বৈশাখী টিভি বনাম কালের কণ্ঠ ‘এ’
সকাল ৯:৩০টা জনকণ্ঠ বনাম প্রথম আলো ‘এফ’
সকাল ১০:০০টা ইত্তেফাক বনাম আজকের পত্রিকা ‘সি’
সকাল ১০:৩০টা খোলা কাগজ বনাম ৭১ টিভি ‘সি’
বেলা ১১:০০টা ঢাকা পোস্ট বনাম ভোরের কাগজ ‘ডি’
বেলা ১১:৩০টা ইনকিলাব বনাম সমকাল ‘বি’
দুপুর ১২:০০টা বাংলাদেশ পোস্ট বনাম বাংলাদেশ প্রতিদিন ‘এইচ’
দুপুর ১২:৩০টা এটিএন নিউজ বনাম আমাদের অর্থনীতি ‘জি’
দুপুর ০১:০০টা ডেইলি সান বনাম ঢাকা টাইমস ‘ই’
দুপুর ০১:৩০টা আমাদের সময় বনাম সংগ্রাম ‘জি’
বাংলা৭১নিউজ/জিকে