শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ঘুরতে এসে প্রাণ গেল যুবকের খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়া ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ মাদারীপুরে কুপিয়ে মৎসচাষির হাত বিচ্ছিন্ন টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা ১৫ জেলায় দাবদাহ শনিবার পর্যন্ত গরমের দাপট চলতে পারে চট্টগ্রামে জোড়া খুন নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ট্রেনের পাওয়ার কারে আগুন : সন্দেহের তালিকায় সিগারেট ও জেনারেটর চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মারা গেছেন বরেণ্য অভিনেতা মনোজ কুমার প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

প্রাণ-আরএফএল গ্রুপের সফলতা পুরস্কার দিয়ে নির্ধারণ করা যাবে না

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

কর্মসংস্থান সহ নানা খাতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সফলতা শুধুমাত্র পুরস্কার দিয়ে পরিমাপ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে প্রাণ-আরএফএল গ্রুপের বাইসাইকেলের ফ্যাক্টরিতে। শুনলাম তাদের স্বপ্নের কথা। লক্ষাধিক শ্রমিক আছে, তারপরও বার বার বলছে শিগগির আরও অন্তত ১০ থেকে ২০ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করবে। ভালো লাগলো প্রাণ-আরএফএল এর ওই কথা শুনে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আরএফএল এর পুরো নাম রংপুর ফাউন্ড্রি লিমিটেড। স্বাভাবিকভাবে একটু ভালো লাগে রংপুর নাম আছে বলে, আমি তো রংপুরের মানুষ তাই। বড় কারখানাসহ অনেক কিছু আছে। এরপরও যেটা ভালো লেগেছে কচুরিপানা দিয়ে কী বানাচ্ছে সেটা আবার বিদেশে পাঠাবে। ভারি সুন্দর লাগছে। আমাকে বললো কারখানায় কত লোক, তারচেয়ে অনেক বেশি লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এসব সফলতা খালি পুরস্কার দিয়ে নির্ধারণ করা ঠিক হবে না।

রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯-২০ অর্থবছরের জন্য সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান। কৃষি প্রক্রিয়াজাত ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে অনবদ্য ভূমিকা রাখায় এ শিল্পগ্রুপকে স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

২০১৯-২০ অর্থবছরের এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ। এ খাতে প্রাণ ডেইরি লিমিটেড স্বর্ণপদক, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্যপদক ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেছে। অপরদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রাণ ডেইরির পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বাণিজ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া প্রাণ এগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক একেএম মইনুল ইসলাম মইন, হবিগঞ্জ এগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক অনিমেষ সাহা, ডিউরেবল প্লাস্টিকের পক্ষে নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম এবং বঙ্গ প্লাস্টিকের পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ কাজী আব্দুল কাইয়ুম পুরস্কার গ্রহণ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল এর পণ্য পাওয়া যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com