প্রাইম ব্যাংক সম্প্রতি হামীম গ্রুপ (টঙ্গি জোন) এর সাথে একটি ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করেছে। হামীম গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রুপ।
এই পেরোল’ চুক্তির আওতায় হামীম গ্রুপ (টঙ্গি জোন) এর কর্মীরা প্রাইম ব্যাংকের এক্সক্লুসিভ সেবা এবং সুবিধা ভোগ করবেন।
প্রাইম ব্যাংকের হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ এবং হামীম গ্রুপ’ (টঙ্গী জোন) এর এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান, এনডিসি, পিএসসি (অব:)স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এএম