বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে প্রাইভেটকারে ফেনসিডিল পাচারের সময় ২৫০ বোতল ফেনসিডিলসহ আনিছুর রহমান ও আবু হাসান ওরফে সুমন নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার রেলগুমটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবক আনিছুর রহমান (৩১) ফরিদপুর কোতয়ালী থানায় শফিউদ্দিন এর ছেলে এবং আবু হাসান ওরফে সুমন (২৪) বাগের হাট শরণখোলা উপজেলার খলিলুর রহমান খাঁর ছেলে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, হিলি থেকে প্রাইভেটকারে ফেনসিডিল নিয়ে তারা বিরামপুর রেলগুমটি (ঘোড়াঘাড় গুমটি) এলাকা দিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে, সাদা রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিলসহ ওই দুই যুবককে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/এমএস