বাংলা৭১নিউজ,ডেস্ক: ৬ষ্ঠ ও শেষ পর্বের নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনী কর্মকর্তারা।
রাজশাহী: রাজশাহীর ৩টি উপজেলায় শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, সিলসহ সব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
নেত্রকোনা: শেষ পর্বে নেত্রকোনার সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হবে। শুক্রবার দিনব্যাপী ১১৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী উপকরণ সামগ্রী পাঠানো হয়।
ময়মনসিংহ: ময়মনসিংহে ৫টি উপজেলার ৫৪টি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুক্রবার সকাল থেকেই নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন প্রিজাইডিং অফিসাররা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এসব সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।
রংপুর: ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিলসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি এবং সদর উপজেলার ১টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। এই ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন ও সাধারণ এবং সংরক্ষিত পদে ৫৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার শেষ পর্বে ৭২৩টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
বাংলা৭১নিউজ/এসএইস