বাংলা৭১নিউজ,ঢাকা : টেস্ট শুরুর আগে সফররত ইংল্যান্ডের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আজ সকাল ১০টায় চট্টগ্রাম শাহ এমএ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচ হওয়ার কথা ছিল।
কিন্তু গতরাত থেকে ভারী বৃষ্টি এবং আজ সকালেও তা অব্যাহত থাকায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে।
বেলা পৌনে ১১টার দিকে মাঠ পরিদর্শন শেষে খেলা পরিত্যক্তের ঘোষণা দেন দুই আম্পায়ার- আনিছুর রহমান ও মাসুদুর রহমান।
এদিকে বিসিবি জানিয়েছে, ইংলিশরা রাজি হলে আগামীকাল শনিবার ৪৫ ওভারের ম্যাচ আয়োজন করা হবে।
টেস্ট সিরিজ শুরুর আগে দু’দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দু’দল। বিসিবি একাদশের এ দু’টি ম্যাচের নেতৃত্বে রয়েছেন- সাব্বির রহমান ও সৌম্য সরকার।
আগামী ২০ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।
প্রথম প্রস্তুতি ম্যাচের স্কোয়াড
সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।
বাংলা৭১নিউজ/সিএইস