বাংলা৭১নিউজ, ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দল। আজ রোববার (৪জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ও ঘূর্ণিঝড় মোরা‘র বিষয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এমন মন্তব্য করেন মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, একটি বিশাল অঙ্কের উচ্চাভিলাষী বাজেট দেওয়ায় অর্থমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তবে আমানত, আবগারি শুল্ক, সারচার্জসহ কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। বাজেটের যে বিষয়গুলো জনআকাক্সক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেগুলো প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিবেচনা করবেন বলেও আশা করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় তিনি বাজেট নিয়ে বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের সমালোচনা করে বলেন, বাজেটের আট ঘণ্টার মধ্যেই না পড়ে, না বুঝে একটি ইফতারিতে গিয়ে তিনি মিথ্যা বলেছেন। এটি তার চরিত্র। এসময় অর্থনীতিবিদদেরও সমালোচনা করেন নাসিম। রাঙামাটির লংগদুর ঘটনায় ১৪ দল উদ্বিগ্ন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ই জুন একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবে। এছাড়া ৭ই জুন আরেকটি প্রতিনিধি দল মোরা‘য় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবে।
বাংলা৭১নিউজ/জেএস