বাংলা৭১নিউজ, ঢাকা: প্রশ্নফাঁস ঠেকাতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ইন্টারন্টের গতি কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)। রোববার সকালে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।
বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটর সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখতে বলা হয়েছে।
গত ১লা ফেব্রয়ারি থেকে দেশব্যাপি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এতে কয়েক লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে।
এ পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে আটক করাও হয় অনেক প্রশ্নফাঁসকারী। শনিবারও রাজধানীতে অভিযান চালিয়ে ১৪জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস