বাংলা৭১নিউজ, ফরদিপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা বানা ইউনিয়নের উপজেলার পন্ডিতবানা গ্রামের বিধবা লক্ষী রানী, পৈত্রিক ভিটা সংলগ্ন জমিতে পুকুর খনন কাজে নিয়োজিত কয়েকটি ট্রাক্টর ও স্কেবেটর ভাংচুর ও ঘর থেকে কাগজপত্র লুটপাটের অভিযোগ করেছেন। ঘটনার সময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় ও সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান সেখানে উপস্থিত ছিলেন বলে সংবাদকর্মীদের কাছে এ দাবী করেন লক্ষী রানী ও উপস্থিতরা।
লক্ষী রানী জানান, তার স্বামীর মৃত্যুর পর থেকেই স্থানীয় একটি চক্র তার ভিটেমাটি ও বাড়ী সংলগ্ন জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। কিছুদিন ধরে তিনি ওই জমিতে পুকুর খননের কাজ করছিলেন। শুক্রবার সেখানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় পুলিশ নিয়ে সেখানে হাজির হন। এসময় প্রতিপক্ষের লোকজন পুকুর খনন কাজের চারটি ট্রাক্টর ও একটি স্কেবেটর ভাংচুর ও কুপিয়ে টায়ার কেটে ফেলে। এক পর্যায়ে তারা বসত ঘরে ঢুকে মূল্যবান কাগজপত্র লুটে নেয়।
এদিকে ট্রাক্টর ও স্কেবেটর ভাংচুরের অভিযোগ অস্বীকার করে আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জানান, অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন না করে জমি থেকে মাটি কাটার অভিযোগে একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হয়েছে। তিনি জানান, এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত চারটি ট্রাক্টর ও একটি স্কেবেটর জব্দ করা হয়, তবে কোন কিছু ভাংচুর করা হয়নি।
বাংলা৭১নিউজ/জেএস