বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সেদেশের নাগরিকদের ভারতে প্রবেশে বাধা দেয়ায় ১’শ ৫০ জন ভারতীয় নাগরিক আটকা পড়েছে বেনাপোল ইমগ্রেশনে।
বেনাপোল ইমিগ্রেশন জানায়, করোনা ভাইরাসের কারনে পশ্চিমবংগে লকডাউন থাকায় আজ মংগলবার সকালে ১৫০ জন ভারতীয় তাদের দেশে ফিরে যাওয়ার জণ্য বেনাপোল ইমিগ্রেশনে আসে।
খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে স্পস্ট জানিয়ে দেন কোন ভাবেই তাদের নাগরিককে ভারতে প্রবেশ করতে দেয়া হবেনা। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকে থাকা ভারতীয়দের পাসপোর্টে এক্সিট সিল মারছেন না। ফলে সকাল থেকে আটকে থাকা নাগরিকরা চরম দূর্ভোগে পড়েছে।
আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা নিজ দেশে ফিরে যেতে চাইলে ভারতীয় ইমিগ্রেশন তাদের গ্রহন করতে অপারগতা প্রকাশ করে কিন্তু কি কারণে দেশে ফিরতে পারছেন না তা তারা জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেনও না।
বাংলা৭১নিউজ/এসএস