বাংলা৭১নিউজ, ঢাকা: এই প্রথম দেশের বাইরে দেশের দুই প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা একই মঞ্চে গান গাইলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের আয়োজনে এই দুই শিল্পীর গানে মাতোয়ার করলো শ্রোতাদের।
সঙ্গীতের এই দুই কিংবন্তির গান শুনতে গতকাল নিউইয়র্ক ও আশপাশের অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা বাংলাদেশীরা হাজির হয়েছিলেন। প্রবাসে বাঙালিদের এক সুতোয় বাঁধলেন দুই শিল্পী।
সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার ‘লাইভ কনসার্ট’শিরোনামের এই গানের জলসার আয়োজন করা হয় জ্যামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কনসার্টের আয়োজক ছিল শোটাইম মিউজিক।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমীন। তাঁর গান পরিবেশনার আগে তিনি বাংলাদেশের অবহেলিত ও বঞ্চিত শিশুদের জন্য তাঁর কর্মকাণ্ডের সঙ্গে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সাবিনা ইয়াসমীনের গান শেষে শোটাইম মিউজিকের পক্ষ থেকে তাঁকে সম্মাননা দেন ডিজিটাল ওয়ান ট্রাভেলসের প্রেসিডেন্ট বেলাল আহমেদ।
এরপর গান গাইতে মঞ্চে আসেন রুনা লায়লা। তিনি বাংলা আর উর্দুতে একাধিক গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতার মন কাড়েন। রুনা লায়লার গান পরিবেশনের মাঝে শোটাইম মিউজিকের পক্ষ থেকে তাঁকে সম্মাননা দেন উৎসব ডটকমের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়হান জামান।
বাংলা৭১নিউজ/এসএম