বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ১০ মিলিয়ন মানুষের জন্য খাবারের প্যাকেজ ঘোষণা করেছেন।
মহামারি করোনাভাইরাসের আঘাতে বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। ব্যক্তিগত জীবনে নেমে এসেছে অভাব অনটন। আমিরাতেও বেশ কিছুদিন ধরে সীমিত হয়ে আসছে কাজের পরিধি।
ফলে দেশটির সরকার দেশটিতে বসবাসরত মানুষের জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী বিনামূল্যে ১০ মিলিয়ন খাবারের প্যাকেজ ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত এ খাবারের প্যাকেজ থেকে খাবার পেতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
রেজিস্ট্রেশনের জন্য আমিরাত আইডি কার্ড এবং মাকানি নম্বর লাগবে। এই লিংকে প্রবেশ করে খাবারের জন্য আবেদন করা যাবে।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে আমিরাতে এখন পর্যন্ত ৯ হাজার ২৮১ জন আক্রান্ত হয়েছে। আর দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ গেছে ৬৪ জনের।
বাংলা৭১নিউজ/এফএ