বাংলা৭১নিউজ,ঢাকা:করোনা পরিস্থিতে বাংলাদেশ আটকা পড়া প্রবাসীদের আজও টোকেনের ফরম দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যারা টোকেনের জন্য এসেছেন তাদের ফরম পূরণ করে জমা দিতে বলেছে কর্তৃপক্ষ।
সোমবার (০৫ অক্টোবর) সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ের সামনে টোকেনের জন্য অবস্থান নিয়েছেন দুই শতাধিক প্রবাসী।
নিরাপত্তা কর্মীরা মাইকে বিভিন্ন তথ্য দিচ্ছেন তাদের। তারা ফরমও বিতরণ করছেন। এক ফরমে ২০ জনের নাম, ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখে দিতে বলা হয়েছে। ফরম যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিটের জন্য ডাকা হবে।
এদিকে শান্তিপূর্ণভাবে টোকেন ফরম পূরণ করে জমা দিচ্ছে প্রবাসীরা।
বাংলা৭১নিউজ/এবি