এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা গতকাল ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এখানে অবস্থান করছেন।
আন্দোলনের এক পর্যায়ে আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সটি প্রধান প্রচেষ্টার কার্যালয়ে প্রবেশ করতে যেতে চাইলে আন্দোলনকারীরা প্রবেশে বাধা দেয়।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে শুয়ে বসে আন্দোলন করছেন। অ্যাম্বুলেন্সটি আসলেও আহতদের অবস্থানের কারণে গাড়িটি ভেতরে যেতে পারেনি। অ্যাম্বুলেন্সটি মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য এসেছিল।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তি পূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলেই তারা স্লোগান দিচ্ছেন— এক দুই তিন চার, সব শালার বাটপার।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।
শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়।
বাংলা৭১নিউজ/এসএইচ