বাংলা৭১নিউজ, ঢাকা: মোবাইল ফোনভিত্তিক অ্যাপ্লিকেশনের উন্নয়ন ও গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় ‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট’ পুরস্কার পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আজ সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যের ব্রাইটনে গত ৭ থেকে ৯ মে ‘মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭’অনুষ্ঠিত হয়। সেখানে আইসিটি বিভাগকে এ পুরস্কার দেয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বাংলা৭১নিউজ/জেএস