বাংলা৭১নিউজ,ঢাকা: আজ ১৭ই মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের সময় দেশের বাইরে ছিলেন তিনি। তারপর ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা।
এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরও তিন মাস পর তিনি দেশে ফেরেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাকে সংবর্ধনা জানান। এরপর থেকেই শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তৃতীয় বারের মত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ দিবসকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস