বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। আওয়ামী লীগের পক্ষে দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকান্দর আলী মোল্লার শুভেচ্ছাপত্র গ্রহণ করেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ছিলেন সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদ। শুভেচ্ছাপত্র পৌঁছে দেয়ার পর তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ম্যাডাম (খালেদা জিয়া) ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। আমরা শুভেচ্ছাপত্র পৌঁছে দিয়েছি। এর আগে বুধবার বিএনপি চেয়ারপারসনকে ঈদ কার্ড পাঠান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওদিকে চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালন করবেন তিনি। পরে চিকিৎসা শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস