বাংলা৭১নিউজ,ঢাকা: কোটা সংস্কার আন্দোলন আবারও ৭ মে পর্যন্ত স্থগিত করছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারাণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আমাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু দেশের বাইরে আছেন, তাই এ বিষয়ে এখন সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। উনি দেশে ফিরলে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তাই আমরা আবারও ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি।
এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানি ও ছাত্রলীগের নির্যাতন বন্ধের দায়িত্ব নিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। আর কোটা সংস্কার আন্দোলনের সময় পাঁচটি মামলার মধ্যে চারটি প্রত্যাহার হবে। আর ভিসির বাস ভবনে হামলার মামলাটি চলবে। তবে তাতে কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। সুনির্দিষ্ট অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস