বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সাথে থেকে সোনার বাংলাদেশ গড়তে হবে : গোদাগাড়ীতে ওমর ফারুক চৌধুরী এমপি

রাজশাহী প্রতিনিধি :
  • আপলোড সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর শাহীদুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনসারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র, আওয়ামীলীগ নেতা, মেয়র আব্দুল মজিদ মাষ্টার।

বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মোকসেদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মাটিকাটা ইউপি চেয়ারম্যান শহিদুল করিম শিবলী অধ্যক্ষ মাইনুল ইসলাম, বাসুদেবপুর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, কাঁকনহাট ডিগ্র কলেজের অধ্যক্ষ সুজাউদ্দিন সুজা, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বেবী, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী শাখার সভাপতি মোঃ হায়দার আলী, অলকা তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুল আহাদ বিশ্বাস প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, বাসুদেবপুর ইউপিতে কোটি কোটি টাকার উন্নয়ন উনানয়ন হয়েছে, কিন্তু এ ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান বার বার ফেল করেছে। আজকে বিএনপির কোন দাম আছে, খালেদা জিয়া জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে বসে আছেন, তার ছেলে তারেক জিয়া বিভিন্ন মামলায় দন্ড প্রাপ্ত হয়ে বিদেশে অবস্থান করছেন। গাভীর বাটে মুখ দিলে দুধ পাওয়া যায়, আর বলদের বাটে মুখ দিলে কী দুধ পাওয়া যাবে বিএনপি তো বলদের দলে পরিনত হয়েছে। যারা বিএনপি করে তারা বলদ, তাদের নেতাদের নিকট যারে থাকে তারাও বলদ। শেখ হসিনা এক মাত্র প্রধান মন্ত্রী যিনি দেশে ৫৬০ টি মসজিদ নির্মান করে দিচ্ছেন। গোদাগাড়ীতে ১ টি মডেল মসজিদ নির্মান করা হচ্ছে, ব্যয় করা হচ্ছ প্রায় ১২ কোটি টাকা। একটা গ্রুপ অপপ্রচার করেন আওয়ামীলীগ ইসলাম বিরোধী। এ অপপ্রচারে কান দিবেন না। গোদাগাড়ী আরও ২ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছেলে মেয়েদের জন্য নির্মান করা হবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় একশ কোটি টাকা। সাড়ে চার হাজার টাকা টাকা ব্যয়ে গোদাগাড়ীতে পানি শোধনাগার করা হচ্ছে। গোদাগাড়ীর মানুষ প্রধান মন্ত্রী শেখ হাসিনার হৃদয়ের মানুষ।

বাংলাদেশ, প্রধান মন্ত্রী, সেনা প্রধানকে নিয়ে কাতারের আলজাজিরা টেলিভিশন মিথ্যা নিউজ করেছেন। এর কারণ হলো যদি কেউ ভাল কাজ করে তবে তার বিরুদ্ধে বেশী বেশী মিথ্যা নিউজ প্রকাশ হয়ে থাকে। অপপ্রচার বেশী হয়ে যাকে। আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। উন্নয়নের সরকার, আমরা প্রত্যাশা রাখচ্ছি আগামী বছর মার্চ মাসে করোনা প্রস্ততি স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী প্রজন্মের জন্য রেখে যাব উন্নত সুন্দর বাংলাদেশ এটাই আমাদের প্রত্যশা। প্রধান মন্ত্রী আপনাদের ভাল বাসেন, তাই গোদাগাড়ীতে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে সব ধরণের ভাতা শতভাগ করেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার আলোয় আমরা আলোকিত, তিনি গোদাগাড়ী বাসীকে হৃদয় দিয়ে ভাল বাসেন। তাই তিনি গোদাগাড়ীর ২৮০ টি গরীর মানুষকে পাঁকা বাড়ি তৈরী করে দিচ্ছেন। প্রধান মন্ত্রী রাজনীতি করে আপনাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। গত ১০ বছরে রাসায়নিক সারের দাম কম নেওয়ায় ১ হাজার কোটি টাকা আপনাদের ঘরে ডুকিয়ে দিয়েছেন। বিএনপি জামায়াত জোট এটা করতে পারেন নি। তাই আপনাদের শেখ হাসিনার সাথে থাকতে হবে, নৌকার সাথে থাকতে হবে, উন্নয়নের সাথে থাকতে হবে, ভাল কাজের সাথে থাকতে হবে।

উপজেলা আওয়ামীলীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও মাটিকাটা ইউপি চেয়ারম্যান গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম শিবলী বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি গোদাগাড়ী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অয়জুদ্দীন বিশ্বাসকে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান। উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন।

বাংলা৭১নিউজ/জিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com