চতুর্থ দিনের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ও হামলাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা দাবি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের অতিদ্রুত বিচারাধীন প্রক্রিয়াতে এনে বিচারব্যবস্থার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, ধর্ষণের প্রতিবাদে যখন ছাত্রসমাজ রাজপথে নামে সেই প্রতিবাদ ও আন্দোলন কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলার শিকার হন বশেমুরবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা।
সেই হামলায় জড়িতদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ করতে হবে।
প্রসঙ্গত, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে স্থানীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালায়। এরই প্রেক্ষিতে ধর্ষক ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
বাংলা৭১নিউজ/এসএইচবি