বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার বিকেলে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সম্মিলিত পরিষদ ও ফোরাম থেকে বিপুল ভোটে নির্বাচিত রুবানা হক।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিজিএমইএর সম্মিলিত ফোরাম থেকে নির্বাচিত রুবানা হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করায় রুবানা হকের প্যানেলকে অভিনন্দন জানান।
এ সময় প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্বে দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং বিজিএমইএর চলমান সফলতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন বলে প্রেস সচিব জানান।
মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিতি ফোরামের প্যানেল থেকে মোট ৩৫টি পদেই পরিচালক পদে জয় পায়। এতে বিজিএমইএর প্রথম নারী সভাপতি হতে যাচ্ছেন রুবানা হক।
বাংলা৭১নিউজ/সূত্র:বাসস