বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে চাকুরীর কথা বলে টাকা হাতিয়ে নেয়ায় অভিযোগে হাফিজুর রহমান জিহাদ নামের একজনকে আটক করেছে নেত্রকোনার সিআইডি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বরগুনা জেলার আমতলী এলাকা থেকে আটক করা হয়।
নেত্রকোন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, বরগুনা জেলার আমতলী এলাকার হাফিজুর রহমান জিহাদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বিয়ে করেন।
এই সুবাদে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়ে পুলিশের কনষ্টেবল পদসহ অন্যান্য সরকারী চাকুরী দেয়ার নাম করে মোহনগঞ্জ এলাকায় বিভিন্ন মানুষ জনের কাছ থেকে প্রতারণা করে আসছিল।
প্রতারক জিহাদের ফুফাতো শ্যালক নাজমুল ইসলাম টুটুল বাদী হয়ে সেসহ বিভিন্ন মানুষকে প্রতারণা করে প্রায় ২০ লক্ষ নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনে গত ২৩ মার্চ নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে নেত্রকোনা সিআইডি পুলিশের ইন্সপেক্টর ক্ষিতিশ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে সোমবার রাত ৮টার দিকে তাকে বরগুনার আমতলী থেকে আটক করে নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওসি আরো জানান, অভিনব প্রতারণার মাধ্যমে বিভিন্ন জায়গায় একাধিক বিয়েও করেছে পতারক জিহাদ।
বাংলা৭১নিউজ/জেএস