প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া। প্রধানমন্ত্রীর ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।
এ বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধও জানানো হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টুইটার অ্যাকাউন্ট বলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, টুইটার অ্যাকাউন্ট প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং সবুজ ব্যাজযুক্ত ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট।
পরিচিতিতে লেখা রয়েছে- ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটও লিংকআপ করা। অ্যাকাউন্টটিতে ফলোয়ার সংখ্যা রয়েছে ১৩৭ জন।
বাংলা৭১নিউজ/এসএইচ