বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় পাবনার সরকাররি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ আর্থিক সহায়তা প্রদান করেছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ সংকটে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমসপি শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তথা দেশবাসীর পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন।
এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক শিক্ষা প্রতিষ্টানের আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহরিত মাসিক বেতনের ১ দিনের সমপরিমাণ অর্থ প্রদানের আহবান করেন। যার প্রেক্ষিতে পাবনার সরকাররি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতনের ১ দিনের অর্থ গত ৯ এপ্রিলে অগ্রণী ব্যাংক লিঃ এর বিভিন্ন শাখায় জমা করা হয়। পাবনার সরকাররি এডওয়ার্ড কলেজ কর্তৃক ২ লক্ষ ২৬ হাজার ৫শ১২ টাকা প্রদান করেছে।
এ’ছাড়া আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়, বিএলকে উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১ লক্ষ ৩৭ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে। চাটমোহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ২ লক্ষাধিক টাকা পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের নিকট হস্তান্তর করা হয়েছে। পাবনা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তহবিলে এই অর্থ প্রদান করা হয়।
এ সময় চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারসহ প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/পিআর