আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে খুলনা শহর।
সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে দল বেঁধে মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় ধীর গতিতে মাঠে প্রবেশ করছেন তারা।
এদিকে জনসভায় আগত নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সভামঞ্চে দলীয় সঙ্গীতসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক গান পরিবেশন করছেন শিল্পীরা।
খুলনা সার্কিট হাউজ মাঠ এলাকা ঘুরে দেখা যায়, দল বেঁধে বিভিন্ন এলাকা থেকে আসছেন নেতাকর্মীরা। বিশাল বিশাল মিছিল সহকারে আসছেন তারা।
ঝিনাইদহের শৈলকূপা থেকে আসা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রের রূপ দিতে ঝিনাইদহ থেকে অর্ধলাখ নেতাকর্মী খুলনায় এসেছেন। আরও নেতাকর্মীরা আসবেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আজকের এ জনসভায় ১০ লাখের বেশি নেতাকর্মীরা উপস্থিত হবেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় এসে পৌঁছাবেন। বিকেল ৩টায় তিনি ভাষণ দেবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ