বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বাদী আদালতে সাক্ষ্য দিতে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী মোসলেম উদ্দিন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে স্বাক্ষী দিতে ওঠেন। বিচারক এম এ হামিদ তার স্বাক্ষ্য গ্রহণ শুরু করেন। সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে মোসলেম উদ্দিন অসুস্থ্য হয়ে পড়েন এবং তার কথা বন্ধ হয়ে যায়। তাকে দ্রুত সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার। মোসলেমউদ্দিনের বাড়ি কলারোয়ায়। তিনি কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার হিজলদির এক মুক্তিযোদ্ধা পতœী গণধর্ষিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় এসে তাকে দেখে তার সফরসঙ্গীদের নিয়ে যশোর বিমান বন্দরে ফিরে যাচ্ছিলেন। তিনি কলারোয়ায় পৌঁঁছালে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অক্ষত থাকলেও তার সফর সঙ্গীরা আহত হন। এ সময় তাদের গাড়িও ভাংচুর করা হয়। এ মামলায় তৎকালীন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন। এ মামলায় কয়েকজন পলাতক রয়েছেন। কেউ কেউ জামিনে অথবা জেলে আটক রয়েছেন।
সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার একটি মামলা থেকে মোট ৩টি মামলার উদ্ভব হয়। বৃহস্পতিবার ৩টি মামলার মধ্যে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যের মামলার সাক্ষ্য গ্রহনের দিন ছিলো। সে মোতাবেক বাদী মোসলেম উদ্দিন জবানবন্দি দিচ্ছিলেন। জবান বন্দির শেষ পর্যায়ে বিরোধী পক্ষে অনেক আইনজীবী কর্তৃক মানসিক চাপে তিনি গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন।
বাংলা৭১নিউজ/জেএস