রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

প্রধানমন্ত্রীকে যে কথা আর বলেন না পাপন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১২ মে, ২০১৯
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বাদ পেয়েছে টাইগাররা কয়েকবার কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হয়নি একবারও।

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে বেশ চাঙ্গা টাইগাররা। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে মাশরাফি বাহিনী।

পঞ্চপাণ্ডবের ব্যাট থেকে রান ঝড়ছে। যে কারণে সিরিজের ফাইনালে ওঠার স্বপ্ন তো রয়েছেই। প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলী।

উইন্ডিজের বিপক্ষে জিতে এই সিরিজে বেশ ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে মাশরাফিদের সিরিজ জেতার কথা বলেন কেউ একজন।

সঙ্গে সঙ্গে তিনি থামিয়ে দিয়ে বলেন, ‘এ কথা আর বইলেন না।’

তার চোখে রহস্যময় এক আশঙ্কার ছবি ফুটে ওঠে। না পাওয়ার বেদনার ছাপ দেখা দেয় চোখেমুখে।

এমন কথা বলার পেছনের রহস্যটাও প্রকাশ করেন বিসিবিপ্রধান।

ত্রিদেশীয় সিরিজের কথা আনলেই বুকটা কেঁপে ওঠে তার। মনে পড়ে যায় নিদাহাস ট্রফির ফাইনালের ঘটনা। এর পর এশিয়া কাপে বাংলাদেশের তীরে এসে ডোবানোর ঘটনাও চোখে ভেসে ওঠে।

পাপন জানান, নিদাহাস ট্রফির ফাইনালের ঘটনা বারবারই বুকে এসে বিদ্ধ হয়। সেদিন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল হাতের মুঠোয়। ১২ বলে জিততে ভারতের দরকার ছিল ৩৪ রান।

বিসিবিপ্রধান জানান, জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ও উচ্ছ্বসিত ছিলেন যে, সেই প্রেমাদাসা স্টেডিয়ামের ভিআইপি বক্স থেকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন, প্রথমবারের মতো ফাইনাল জিততে চলেছে বাংলাদেশ!

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ১৯তম ওভারে রুবেল হোসেনের দেয়া ২২ রানের কারণে শেষ ওভারে ব্যবধান ১২ রানে। নিয়ে আসে ভারতীয় ব্যাটসমান।

পার্টটাইমার বোলার সৌম্য সরকারের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে ৫ রান দরকার পড়ে ভারতের।

অর্থাৎ জিততে হলে শেষ বলে ছক্কা হাঁকাতেই হবে ভারতকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন দীনেশ কার্তিক।

এর পর একইভাবে সেই ভারতের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছে এশিয়া কাপে। শিরোপার সুঘ্রাণ পাওয়া হয়েছে, তবে তা একবারও কোল জুড়ায়নি মাশরাফির।

নাজমুল হাসান পাপন বলেন, ‘নিদাহাস ট্রফির ফাইনালে আপাকে (প্রধানমন্ত্রী) ফোন করে এ কথাই বলেছিলাম- ‘আপা, এই প্রথম ত্রিদেশীয় সিরিজ জিততে যাচ্ছি।’ কে জানে, শেষ দুই ওভারে ৩৪ রান নিয়ে নেবে ভারত! এর চেয়ে দুঃখ আর কিছুই হতে পারে না। এর পর থেকে আর কিছু বলি না। ম্যাচটাও ভুলতেই পারি না।

বাংলা৭১নিউজ/এলএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com