বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।
ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ইরাদ আহমেদকে আজ সকালে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তথ্য বিকৃতি করে ফেসবুকে প্রচারের অভিযোগ রয়েছে ইরাদের বিরুদ্ধে । এছাড়াও তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে বলে জানান মাসুদুর রহমান।
এসব মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এন