মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ অলআউট ১৪৬ রানে, ভারতের লক্ষ্য ৯৫ দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার, ব্যয় ১২৮৯ কোটি টাকা জাহাজে ৩ জনের মৃত্যু : জমে থাকা গ্যাসেই বিস্ফোরণ সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী গাজী সাবেক উপমন্ত্রী জ্যাকবকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদ ৩৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার আমি কোনো কিছুই ভুলতে চাই না: সামান্থা র‍্যালি নিয়ে ‘নীরব এলাকা’ ঘুরলেন পরিবেশ উপদেষ্টা ভারতের বিপক্ষে প্রথম ফিফটি করেই আউট সাদমান আজ থেকে সুপারশপে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগ লেবাননে স্থল অভিযান শুরু করলো ইসরায়েল গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট আমাদের একটি নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে : ড. ইউনূস সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু একদিনেই লেবাননে ৯৫ জনকে হত্যা করেছে ইসরায়েল চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান

প্রথম শিরোপার খোঁজে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

ফুটবলের বিশ্ব আসরে এর আগে কখনোই শিরোপা জিততে পারেনি স্পেন ও ইংল্যান্ড নারী দল। আক্ষেপে প্রলেপ দিতে নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তাতে আলাদাভাবে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে এবারের ফাইনাল।

রোববার (২০ আগস্ট) বিকেল চারটায় অস্ট্রেলিয়ার সিডনির অ্যাকর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে ঘিরে শুরু হয়ে চলছে উন্মাদনা। কে জিতবে প্রথমবার শিরোপা? কোন দলের শক্তিমত্তা কেমন, কোন খেলোয়াড় পাল্টে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট; এমন সব প্রশ্নে সয়লাব চারদিক। সেই সঙ্গে আসছে পরিসংখ্যানও। ফাইনালের আগে সম্ভাবনা জেনে নেওয়া যাক।

স্পেনের শক্তিমত্তা
স্পেনের ফুটবল সম্পর্কে যারা ধারণা রাখেন, স্পেনের টিকিটাকার কথা তাদের জানার কথা। এবারের আসরেও ছন্দে ছন্দে ফুটবল খেলছে স্পেন। পাসের মহড়া ছড়িয়ে ঘায়েল করছে প্রতিপক্ষকে। এটাই তাদের শক্তি। ফাইনালে ‘পাস উইথ অ্যাটাক’ নীতিতে খেলতে পারে তারা।

ইংল্যান্ডের শক্তিমত্তা
আসরের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে ইংল্যান্ড। গতির সঙ্গে আক্রমণ তাদের মূলমন্ত্র। সেমিফাইনালে যেটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ২-১ ব্যবধানে জয়ের পেছনে তাদের গতি ও আক্রমণ বেশ ভূমিকা রেখেছে। ফাইনালেও তারা গতিশীল ফুটবল খেলতে চাইবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

স্পেনের আশার আলো তেরেসা অ্যাবেলেইরা
স্পেনের এই দলটাতে তারকার অভাব নেই। তবে সবাইকে ছাড়িয়ে সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন তেরেসা অ্যাবেলেইরা। স্পেনের মাঝমাঠের প্রাণ রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই মিডফিল্ডার। পুরো আসরে সুনিপুণ কায়দায় আক্রমণের খেলোয়াড়দের বলের যোগান দিয়েছেন তেরেসা। ফাইনালেও তার জাদু দেখার অপেক্ষায় থাকবে দল।

ইংল্যান্ডের ভরসা অ্যালেক্স গ্রিনউড
এবারের আসরে ইংল্যান্ডের ফাইনাল খেলার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আলেক্স গ্রিনঊড। পজিশনে রক্ষণভাগের খেলোয়াড় বলেই ইংল্যান্ডের গোলরক্ষক খানিক নিশ্চিন্ত থাকতে পারেন। বিশ্বের অন্যতম সেরা সেন্টারব্যাকদের অন্যতম গ্রিনউড। মাঝে মাঝে রক্ষণ ভাগ থেকে উঠে মাঝমাঠে তার উপস্থিতি স্পেনকে বেশ ভোগাতে পারে।

মুখোমুখি পরিসংখ্যান
এখন পর্যন্ত ইংল্যান্ড ও স্পেন মোট ১১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডের ৬ জয়ের বিপরীতে স্পেন জিতেছে মাত্র ২ বার। বাকি ৩ ম্যাচ অমিমাংসিত থেকেছে। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকাটা ইংলিশদের জন্য টনিক হিসেবে কাজ করতে পারে।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড (ফর্মেশন ৩-৪-৩)
ইয়ারপস (গোলরক্ষক), গ্রীনউড, ব্রাইট, কার্টার, ডালি, ওয়ালশ, স্ট্যানওয়ে, ব্রোঞ্জ, টনি, হেম্প ও রুশো।

স্পেন (ফর্মেশন ৪-৩-৩)
কল (গোলরক্ষক); ক্যামোনা, কোডিনা, পারদেস, বাটলে, পুটেলাস, অ্যাবেলেইরা, বনমাটি, ক্যালডেন্টি, জেনি ও রেডন্ডো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com