প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যাবেন লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন আউন।
প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলআরাবিয়া নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ জানুয়ারি) লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে বলেছেন, তার প্রথম রাষ্ট্রীয় সফর হবে সৌদি আরবে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ৬১ বছর বয়সি সেনাপ্রধান জোসেফ আউনকে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন দেশটির আইনপ্রণেতারা। এর মধ্যদিয়ে দুই বছরের বেশি সময় পর প্রেসিডেন্ট পেল সংকটে জর্জরিত দেশটির মানুষ।
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় ও সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার আউনকে অভিনন্দন জানাতে ফোন করেছেন এবং তাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আউনের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সৌদি আরবই হবে তার ‘প্রথম গন্তব্য’।
বাংলা৭১নিউজ/এবি