বাংলা৭১নিউজ,ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এশিয়া কাপের সুপার ফোরে আফগান ব্যাটসম্যান হাসমতুল্লাহ শহিদিকে সাজঘরে ফিরিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন টাইগার অধিনায়ক।
১৯৪ ম্যাচ খেলে আড়াইশ উইকেটের মালিক হয়েছেন মাশরাফি। বোলিং ক্যারিয়ারে চার উইকেটের দেখা পেয়েছেন মোট সাতবার। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ২৬/৬। ২৫০টি উইকেটের মধ্যে ২৪৯টি নিয়েছেন লাল-সবুজের জার্সিতে। আর বাকি একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।
মাশরাফির পাশাপাশি ২৫০ ছোঁয়ার অপেক্ষায় আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। ২০৫ ছুঁতে তার দরকার আর একটি ম্যাচ। ১৯২ ওয়ানডে খেলে ২৪৪টি উইকেট নিয়ে মাইলফলক গড়ার সামনে তিনি। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানরে বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি হয়তো ছুয়ে ফেলবেন এই রেকর্ড।
মাশরাফি বিন মর্তাজার মাইল ফলক স্পর্শ করার দিনে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে মোস্তাফিজ জাদুতে ৩ রানের অবিস্মরণীয় জয় পেল বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/জেড এইচ