আসন্ন দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে ২ অক্টোবর সিন্ডিকেটের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে চলা একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কাউন্সিলের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে হলে উঠার জন্য শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে। গণরুম সংকট নিরসনের জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।
একাডেমিক কাউন্সিলে অংশগ্রহণ করা শিক্ষকরা জানান, হল খুললেও শিক্ষার্থীদের ১৪ দিন সেখানে অবস্থান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। এসময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
অন্যদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের সমাপনী পরীক্ষা শেষ করে হলে ওঠবে। এছাড়া এরই মধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদের কেউই আবাসিক হলে উঠতে পারবেন না। সভায় শিক্ষার্থীদের ১৮ মাসের হল ফি মওকুফ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ