বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুম শেষ হয়েছে কয়েক মাস হলো। এরই মধ্যে আগামী ১৫তম মৌসুম নিয়ে জল্পনা তুঙ্গে। কে হতে চলেছেন আসন্ন মৌসুমের প্রতিযোগী, কোন কোন সেলিব্রেটি থাকছেন, তা নিয়ে কথকতার অন্ত নেই।
তবে হ্যাঁ, এরই মধ্যে প্রস্তাবনাপর্ব শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়া টুডের বরাতে বলিউড বাবলের খবর, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নেহা মর্দাকে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে নেহা মর্দা নিশ্চিত করেছেন যে তাঁকে বিগ বসের ১৫তম মৌসুমের প্রতিযোগী হতে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবের কথা স্বীকার করলেও সে প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা স্পষ্ট করেননি নেহা। কিন্তু তিনি বলেছেন, বিগ বসের আসন্ন মৌসুম নিয়ে তাঁর প্রবল আগ্রহ রয়েছে। এ অভিনেত্রী বলেছেন, লকডাউন তাঁর সমস্ত চিন্তাভাবনা পাল্টে দিয়েছে এবং তিনি মনে করেন, বিগ বসের ঘরে তাঁর টিকে থাকার সক্ষমতা রয়েছে।
এর আগেও অবশ্য বিগ বস থেকে প্রস্তাব পেয়েছিলেন নেহা মর্দা, কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে বলে মত তাঁর।
ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বালিকা বধূ’-তে গেহনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন নেহা মর্দা। এর পর ‘ডলি আরমানো কি’ সিরিজে ঊর্মি সিং রাঠোরের ভূমিকায় অভিনয় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে এ টেলিসুন্দরীর অসংখ্য ফ্যান-ফলোয়ার। বিগ বসের প্রতিযোগী হলে নিশ্চয়ই ভক্তরা বেজায় খুশি হবেন।
বাংলা৭১নিউজ/এসএম