প্রথমবারের মতো রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। উন্নয়ন সাংবাদিকতার জন্য এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেয় সংস্থাটি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে রোটারি ক্লাব অব উত্তরা।
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোনতাসির বিল্লাহ ফারুকী রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, উন্নয়ন সাংবাদিকতার জন্য প্রথমবারের মতো রোটারি অ্যাওয়ার্ড দেওয়া হবে। ব্রডকাস্ট মিডিয়া ও প্রিন্ট মিডিয়া (অনলাইনসহ) দুটি ক্যাটাগরিতে দু’জন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। যার সম্মানী থাকবে ১ লাখ টাকা, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট।
তিনি বলেন, মা ও শিশুর নিরাপত্তা, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পরিবেশ নিয়ে লেখা প্রতিবেদন জমা দিতে পারেন অ্যাওয়ার্ডের জন্য। ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৫ মার্চ পর্যন্ত প্রকাশিত একটি বা সিরিজ প্রতিবেদন জমা দেওয়া যাবে।
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আন্তর্জাতিক জেলার আওতাধীন ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকরা আবেদন করতে পারবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটির উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকরা সমাজের নানা বিষয় তুলে ধরে মানুষের জন্য জাতির জন্য কাজ করেন। সমাজের নানা বিষয় মানুষের সামনে তুলে আনেন। রোটারি ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো সাংবাদিকদের সম্মানিত করছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
রোটারি ক্লাব অব উত্তরার সভাপতি জুলহাস আলম বলেন, আয়োজনটি প্রথমবার করা হচ্ছে। আমরা আগামীতেও সাংবাদিকদের কল্যাণে আরও কাজ করবো।
এসময় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম সাখাওয়াত হোসেন, ঢাকার সাবেক সভাপতি মো. হামিদসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/বিএফ