কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে আনন্দঘন পরিবেশে দুই ইউনিয়নের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জানা গেছে, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মামুনুর রশিদ (নৌকা), আলী আহম্মেদ মিয়াজী (আনারস) মাহবুব আলম ভুইয়া (ঘোড়া), জহিরুল ইসলাম (হাতপাখা), মো. মঈন উদ্দিন (টেলিফোন), মো. রবিউল শিকদার (মোটরসাইকেল) ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত পদে রয়েছেন ৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাকসুদ আলম জমাদার (নৌকা), মইন চৌধুরী (ঘোড়া), শরীফ হোসেন (আনারস) এবং হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মুন্সী (হাত পাখা)।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্রের ৫০টি কক্ষে মোট ১৮ হাজার ৫৬৩ জন ভোটার রয়েছেন। দৌলতপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৫ হাজার ৮০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯৪০ এবং নারী ভোটার ৭ হাজার ৮৬৪ জন। সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তারা ভোটাধিকার প্রদান করবেন।
শীতের ঠাণ্ডা ও কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে সময় বাড়ার সাথে সাথে ভোটারদের সারি দীর্ঘ হচ্ছে।
এদিকে, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ