বাংলা৭১নিউজ,ডেস্ক: ফের পাকিস্তানের ছক বানচাল করল ভারতীয় সেনা। কাশ্মীরে প্রত্যাঘাতের পর এ বার গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন নজরে আসে সেনার। প্রায় সঙ্গে সঙ্গেই সেটা গুলি করে নামায় ভারতীয় সেনা।
এ দিন ভোরেই পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।
বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩। এর পর থেকেই তৎপরতা শুরু হয় পাকিস্তানেও।
পাকিস্তানও হামলা করতে পারে, এই আশঙ্কার হাই অ্যালার্ট জারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতেও। ভোরে বায়ুসেনার প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পরই গুজরাতের কচ্ছ সীমান্তে ড্রোন পাঠায় পাকিস্তান। কিন্তু সেনা অত্যন্ত সতর্ক থাকায় পাকিস্তানের ছক বানচাল হয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন