শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

প্রতীক পেয়েই মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: প্রতিক পেয়েই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নানা প্রতিশ্রুতি প্রদান করে ভোট ও দোয়া প্রার্থনা করছেন ১৮৯জন প্রার্থী। ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রথম নির্বাচন ও তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এ নির্বাচনকে ঘিরে পুরো আলফাডাঙ্গার মানুষ উৎসব মুখর সময় কাটাচ্ছেন।
ফরিদপুর জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ০৬ এপ্রিল ফরিদপুরের আলফাডাঙ্গাকে পৌরসভা ঘোষনার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গা সদর, বুড়াইচ ও গোপালপুর ইউনিয়নেরও।
এদিকে, পৌরসভার প্রথম নির্বাচন তাই ভোটদানে ভোটারদের উন্মাদনাও অন্যরকম। তবে সবকিছুর পরে যোগ্য প্রার্থী বেছে নিতে চান তারা।
আর এরই মধ্যে নিজ কর্মীদের সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থক দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর। বিএনপি সমর্থিত প্রার্থী মো. আতাউর রহমান খাঁন বলেন, ক্ষমতাশীনদের আমার কর্মী ও আমি চাপের মধ্যে রয়েছি। তবে, তিনি জানান, এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি।
যদিও এ অভিযোগ অস্বীকার আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের। তাদের দাবী, সুষ্ঠ নির্বাচনে প্রতিদন্দিতা করাই তাদের লক্ষ্য। আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক শেখ ও আওয়ামীলীগ সমর্থিত পৌর মেয়র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার মনে করেন, আলফাডাঙ্গা আওয়ামীলীগের ঘাটি, আর আওয়ামীলীগ থেকে মনোনয়ন পওয়ায় তারা এমনিতেই এগিয়ে রয়েছে, তাই বল প্রয়োগের প্রশ্নই ওঠেনা।
এদেকে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন কাউন্সিলর, সদস্য, ও সংরক্ষিত নারী ওয়ার্ডে প্রার্থীরা। ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন তারা।আলফাডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আকসাদ ঝন্টু বলেন, নির্বাচিত হলে উন্নয়নে ভুমিকা রাখবো। অরদিকে ০২ নং (০৪,০৫ ও ০৬) ওয়ার্ড কাউন্সিলর রহিমা বেগম ইতি বলেন, সমাজে নারীরাই সর্বাধিক অবহেলিত, নির্বাচিত হয়ে তাদের পক্ষে কাজ করতে চাই।
এদিকে তিনটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানই আওয়ামীলীগের নেতা ও সমর্থক হলেও তাদের কেউই আওয়ামীলীগ থেকে মনোনয়ন পায়নি। তারা সবাই বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করছেন। আলফাডাঙ্গা ইউপি আ’লীগ বিদ্রোহী প্রার্থী একেএম আহাদুল হাসান আহাদ ও বুড়াইচ ইউপির আ’লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাব পান্নু জানায়, আওয়াশীলীগের সুখে দু:খে সবসময় সাথে থেকেও মনোনয়ন পাইনি। এলাকার মানুষের ভালোবাসার মূল্য দিতে নির্বাচনে প্রতিদন্দিতা করছি। বিজয়ী হলে নৌকা ও শেখ হাসিনার রুপকল্পকে এগিয়ে নিতে কাজ করবো।
এদিকে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রক্রীয়া অব্যাহত রয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান। তিনি জানান, অদ্যবদি কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘনের কোন অভিযোগ করেনি। তিনি আরো জানার, নির্বাচনে পৌরসভায় ১০হাজার ৮৮২জন ভোটার এবং তিনটি ইউনিয়নে ৩২হাজার ২৩৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com