রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

প্রতি উপজেলা থেকে ১ হাজার লোক বিদেশ পাঠানো হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ(সিলেট)প্রতিনিধি: প্রতি উপজেলা থেকে এক হাজার লোককে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। জাপানসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কেউ টাকা চাইলে তা শুনতে নিষেধ করেছেন তিনি।

জনগণকে প্রতি দালাল চক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিদশগামীদের সরকারি কোষাগার ছাঁড়া কারো কাছে কোনো টাকা-পয়সা না দেয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বিদেশে আমি দেখেছি, অনেকে যে টাকা খরচ করে এসেছেন সেটা উঠাতে পারছেন না, দেশেও ফিরতে পারছেন না।

মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের যুব সমাজকে ধ্বংস করছে মাদক। মাদকের সঙ্গে দুর্নীতিও একটি বড় ব্যাধি। কারা, কোথায়, কীভাবে দুর্নীতি করছে তা পুলিশকে জানাতে হবে। তাহলে পুলিশসহ বিভিন্ন সংস্থা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, পুলিশকে তাদের পোশাকের সঠিক ব্যবহার করতে হবে। গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে হবে। সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখা পুলিশসহ সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বড় বড় দুর্নীতি হয়। মার খায় গরীব মানুষ। ভিটেমাটি বিক্রি করে তারা বিদেশে পাড়ি জমান। কিন্তু সবার ভাগ্য পরিবর্তন হয় না।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি) ফাল্গুনী পুরকায়স্থের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, সাবেক এমপি জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com