বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় পার্টির (জাফর) জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য প্রাক্তন এমপি আহসান হাবিব লিঙ্কন বলেছেন, ‘দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। আর প্রতিহিংসার রাজনীতির অনলে পুড়ছে দেশ ও জাতি। এই অবস্থার অবসান ঘটিয়ে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশবাসীকে মুক্তি দিতে হবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর দারুস সালাম টাওয়ারে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০ দলীয় জোটের এ নেতা বলেন, ‘দেশের প্রতিহিংসা রাজনীতি, দুর্নীতি-দুঃসাশনের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশা করি আপনারা দেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ঐক্যমতে পৌঁছাবেন। আর এটাই হোক এবারের ২১ এর দৃপ্ত শপথ।’
‘দুই নেত্রীর ঐক্য শুধু রাজনীতিতে স্থিতিশীলতা আনবে না, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। দেশও দ্রুত এগিয়ে যাবে উন্নতির শিখরে,’ বলেন লিঙ্কন।
দুই নেত্রীর মধ্যে ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে লিঙ্কন বলেন, ‘নির্বাচনসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে দুই নেত্রীসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে না উঠলে গণতন্ত্র হুমকিতে পড়বে। তাই নিজের কিংবা দলের স্বার্থে নয়, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরী, যুগ্ম মহাসচিব এস এম এম শামীম, কেন্দ্রীয় নেতা মহসিন সরকার, সোলাইমান শামীম, বাচ্চু মিয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/এন