বাংলা৭১নিউজ, ঢাকা: দর্শক নন্দিত চ্যানেল এনটিভি ১৫ বছর পার করে ১৬ বছরে পর্দাপণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় এনটিভির কার্যালয়ে ওই আয়োজন করা হয়।
অগ্রযাত্রায় বাংলাদেশের সঙ্গে এনটিভিও সব সময় পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। এনটিভির সাফল্যে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অভিনন্দন জানান অতিথিরা।
এনটিভিকে উৎসাহ জোগাতে এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে উৎসবে উপস্থিত ছিলেন দলমত নির্বিশেষে দেশের বরেণ্য ব্যক্তিরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সময় সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এনটিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এনটিভিকে আমি ধন্যবাদ জানাই এজন্য তারা মাটি ও মানুষের প্রতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অনুগত থেকে বস্তুনিষ্ঠতা বজায় রেখেছে। এনটিভির কলাকুশলী এবং সাংবাদিকবৃন্দ এবং এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে গণমাধ্যমে রীতিনীতি অনুসরণ করে একটি জীবন্ত, বস্তুনিষ্ঠ গণমাধ্যম বাংলাদেশের জনগণের সামনে সার্বক্ষণিকভাবে হাজির রেখেছেন।’
হাসানুল হক ইনু বলেন, ‘এনটিভি বলছে সময়ের সাথে আগামীর পথে। সময়ের সাথে তো থাকতে হয় এবং আগামীর দিকে তো হাঁটতে হয়। আগামীর পথটা হচ্ছে জঙ্গি, সন্ত্রাসমুক্ত ও শান্তির পথ, আইনের শাসনের পথ। দুর্নীতি ও দলবাজি মুক্ত সুশাসনের পথ। আমরা আশা করি, এনটিভি এই আগামীর পথে জনগণের সামনে নিত্যসঙ্গী হিসেবে উপস্থিত থাকবে এবং এই অগ্রযাত্রাকে সাবলীল ও সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দর্শকদের চাহিদা পূরণে এনটিভি সবসময় নিবেদিত প্রাণ।’
নুরুদ্দিন আহমেদ বলেন, ‘আমি শুভেচ্ছা জানাই ক্যাবল অপারেটর, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং আমার এনটিভির সহকর্মী বন্ধুদের। যাঁরা সব সময়ই এনটিভিকে সবার আগে নিয়ে যেতে চেষ্টা করেন।’
এ সময় এনটিভির প্রতি শুভকামনা জানান রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী দিনে এনটিভি যাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে সেদিকটা অব্যাহত থাকবে, সেটা আমি বিশ্বাস করি।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আজকের দিনে আমরা আশা করব এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে, দায়িত্বশীল সংবাদ দিয়ে এবং অভিনব অনুষ্ঠানমালা উপহার দিয়ে দর্শকদের আরো বেশি আকৃষ্ট করবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরাও এনটিভির প্রতি তাঁদের ভালোবাসা ও প্রত্যাশা জানান।
প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ কেক কাটা অনুষ্ঠানে বলেন, ‘মানুষের অধিকার নিয়ে এখন যে রকম করছেন ভবিষ্যতেও হয়তো এর চেয়েও বেশি বলিষ্ঠভাবে ভূমিকা পালন করবেন।’
অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘আমার দেশের মাটির গন্ধের সংস্কৃতি যেন আমরা সব সময় পাই, ওই ভালোবাসা নিয়েই যেন দর্শকদের কাছে সব সময় থাকতে পারি, সেই আশা থাকবে। অনেক অনেক শুভ কামনা।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভির চিফ নিউজ এডিটর মো. জহিরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ মানিক, হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রঞ্জন কুমার দত্ত, হেড অব অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদসহ এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মীরা।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে এনটিভি কার্যালয়ে এসে মিডিয়া অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। এসেছিলেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শিহাব শাহীন, মাহমুদ দিদার, সাজ্জাদ সুমন, তপু খান, সাখাওয়াত মানিকসহ অনেকেই। এ ছাড়া অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, নুসরাত ইমরোজ তিশা ও মৌটুসীও এসেছিলেন।
আগামীর পথে একটু একটু করে চলতে চলতে ১৫টি বছর সাফল্যের সঙ্গে পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। আজ ১৬ বছরে পদার্পণ করল এনটিভি।
এই পথচলায় এনটিভি কুড়িয়েছে অগণিত দর্শকের ভালোবাসা। দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই ছিল এনটিভির অন্যতম প্রয়াস।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতনামা কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদসহ অনেকেই। দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
শুরু থেকেই আধুনিক সম্প্রচার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে এনটিভি। আর এ ক’বছরে শব্দ, ছবি আর সম্প্রচারে অন্য চ্যানেলের সঙ্গে রাতারাতি একটা বড় পার্থক্য তৈরি করে নিয়েছে চ্যানেলটি। প্রযুক্তির বিস্ময়ের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে এনটিভি খুব বেশি সময় নেয়নি।
এদিকে, দেশে-বিদেশে ব্যাপ্তি আর সম্প্রচার সময় বাড়ার সঙ্গে সঙ্গে চ্যানেলের অনুষ্ঠানে আসে বৈচিত্র্য। গড়ে উঠেছে এনটিভির নিজস্ব একটি চরিত্র। যার নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত পরিচালনা ও কর্মীদের কঠোর পরিশ্রম। সৌজন্যে: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস