বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, ক্ষমতায়ন ও দুস্থ পথচারী শিশুর বিকাশ এবং পূর্ণবাসন মূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বামনমোহা ডিজএ্যাবল রাইট অর্গানাইজেশ’ এর উদ্যোগে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর সহযোগিতায় সোমবার দুপুরে হাজী মোঃ আমজাদ আলী বুদ্ধি প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মশারী বিতরণ করা হয়।
মোঃ মঞ্জুল হক মেম্বারের সভাপতিত্বে বামনমোহা ডিজএ্যাবল রাইট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শেখ মোঃ জাহাঙ্গীর আলম সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর জেনারেল ম্যানেজার (উন্নয়ন ও প্রশাসন) মোঃ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির, বারসিক-এর প্রজেক্ট অফিসার পার্বতী সিংহা, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস ও বামনমোহা ডিজএ্যাবল রাইট অর্গানাইজেশনের সদস্য সচিব মোঃ মোতালিব হোসেন বাশার প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে মশারী বিতরণ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস