সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেছেন, এখানে এত সুন্দর কাজ হচ্ছে যা আমার পূর্বে ধারণা ছিল না। আমার মনে হচ্ছে সমাজে যারা তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন তাদের চাইতে শারীরিক প্রতিবন্ধীরা বেশী কোয়ালিফাইড। তারা প্রশিক্ষিত হলে জাতি গঠনে ব্যাপক ভুমিকা রাখবে। এটাকে কিভাবে আমরা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, কর্মক্ষম করতে পারি, এ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করব।
সোমবার টঙ্গীর শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন ও প্রশিক্ষিত শারীরিক প্রতিবন্ধীদের নিয়োগপত্র বিতরন করেন।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান পরিচালক সমীর মল্লিক, অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহা. কামরুজ্জামান, ইআরসিপিএইচ টঙ্গীর উপপরিচালক মো. ফকরুল আলম, সমাজসেবা গাজীপুরের উপপরিচালক মো. আনোয়ারুল করিম, ইআরসিপিএইচ টঙ্গীর সহকারী পরিচালক মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সেলিনা শারমিন, ফেরদৌসী আক্তার, সুলতানা ইয়াসমিন, মোহাম্মদ আব্দুল আলীমসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ২৫ জন প্রশিক্ষিত শারীরিক প্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্র তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক।
বাংলা৭১নিউজ/এসএম