বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে শতাধিক অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে ইফতার ও ঈদ পোষক বিতরণ করেছে “ভালবাসি বাউফল” নামের একটি সেবামূলক সংগঠন।
মঙ্গলবার সন্ধায় উপজেলার পাবলিকমাঠ সংলগ্ন অবস্থিত রান্নাঘর ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার সুভ্রা দাস, সহকারি কমিশনার (ভূমি) এ এফ এম আবু সুফিয়ান, বাউফল থানা অফিস ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো: মনিরুজ্জামান।
ভালোবাসি বাউফল উদ্যোক্তা সভাপতি শিক্ষক ও গবেষক মো: আশরাফ আলী বাচ্চু সভাপতিত্বে বাউফল প্রতিবন্ধীদের মাঝে নতুন পাঞ্জাবী এবং টুপি বিতরনসহ উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের স্থানীয় সূধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাড়ানো এবং ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেয়ার আহবান জানান।
বাংলা৭১নিউজ/জেএস