বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিত উপজেলার দৌলতপুর সেন্টারে এবার এসএসসি পরিক্ষা দিচ্ছে শারীরীক প্রতিবন্ধী আক্তার লাভু। শারীরীক প্রতিবন্ধাত্ব দমাতে পারেনি তাকে। উক্ত পরিক্ষা কেন্দ্রের ডিউটিরত পুলিশ সদস্য শাহিনুরের মাধ্যমে এই প্রতিবেদক জানতে পেরে। শনিবার খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে একমনে খাতায় লিখে যাচ্ছে প্রশ্নের উত্তর। তাদের পাশে বসে লিখছে আক্তার লাভু (১৭)। তার হাতে কলম, টেবিলের ওপর পরীক্ষার খাতা। বিশেষ কৌশলে বসে আঙুলের ফাঁকে কলম রেখে মনোযোগ দিয়ে লিখে যাচ্ছে সে। প্রতিবন্ধী আক্তার লাভু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের দিনমজুর আব্দুল খালেকের ছেলে। তার দুই পাঁ একেবারে বিকল হাঁটতে পারেনা। হাত দুটোও বাঁকা। কোন রকম পরিক্ষা দিচ্ছে সে। হামাগুরি দিয়েই তার জীবন সংগ্রাম। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের হাত বাকা করে কলম ধরে সে পরীক্ষা দিচ্ছে। শারীরিক প্রতিবন্ধীকতা হওয়া সত্বেও হাল ছাড়েননি লাভুর বাবা-মা। সে তেয়াশিয়া উচ্চ বিদ্যালয়ে পাঁচ বছর লেখা- পড়া করে এখন উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষা দিচ্ছে। লাভুর বাবা দিনমজুর আব্দুল খালেক জানান, প্রতিবন্ধী লাভুকে প্রতিদিন স্কুল সময়ে আনা নেওয়া করি। আমি অসুস্থ হলে লাভুর স্কুলে যাওয়া বন্ধ হয়। প্রতিবন্ধী এই ছেলের বেচে থাকার জন্য একটি কর্মই তাদের আশা। আক্তার লাভু জানান, তার বাবা-মা তাকে সব রকম সাহায্য সহযোগিতা করেন। বাবা-মা বেচে না থাকলে হয়তো আমি লেখা-পড়া করতে পারতাম না, তারাই আমার ভরসা। দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব শাহা আলম জানান, দু’টি পা একে বারে বিকল। উঠে দারাতে পারেনা। হাত দুটোও বিকল কোন রকম বিশেষ কায়দায় কলম ধরে পরিক্ষা দিচ্ছে লাভু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা বলেন, শারিরীক প্রতিবন্ধী লাভুর জন্য সকল প্রকার সুযোগ-সুবিধাসহ অতিরিক্ত সময়ও বরাদ্দ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, আপনাদের মাধ্যমে জানতেপেরে দৌলতপুর উচ্চ বিদ্যালয় যাই। শারিরীক প্রতিবন্ধী লাভুর খোজ খবর নেই। ছেলেটির হাত ও পা বিকল হওয়া সত্বেও তার মনোবলের একটুও কমতি নেই। বিশেষ ভাবে কলম ধরে সুন্দর ভাবে লিখে সে পরীক্ষা দিচ্ছে। সরকারের পক্ষথেকে তাকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। দিনমজুর বাবার জন্য স্থানিয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কিছু ব্যাবস্থা করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস