বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জাহাঙ্গীর হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত জাহাঙ্গীর মদনপুর গ্রামে সুরমান মোল্যা ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ৩০ মে রাতে শ্রীপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা শেষে বাড়ি ফেরার পথে মদনপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সভাপতি বাবলু মিয়ার নেতৃত্বে একদল প্রতিপক্ষ তাকে এলাপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার ১৩ দিনের মাথায় তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীরের ভাই আলিম বিশ্বাস বাদী গত ৪ জুলাই ৪৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগেও একই স্থানে এই সংঘবদ্ধ চক্রটি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করলে পরে তিনিও দীর্ঘদিন চিৎিসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, জাহাঙ্গীরের মৃত্যুও খবরে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তিনি নিজে সরেজমিনে আছেন। যে কোন অঘটন ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার ৩৯ জন আসামী জামিনে আছে।
বাংলা৭১নিউজ/জেএস