বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের ফকির গোষ্ঠির ১০/১২ জন সমর্থক মন্ডল গোষ্ঠির সমর্থক আসাদুলের স্ত্রী নুপুর (২০) কে আজ মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা অবরূদ্ধ করে বেল্ট দিয়ে বেধড়ক মারপিট ও তার ৪ বছর বয়সী শিশু প্রান্তকে উচু করে দূরে ছুঁড়ে ফেলে দিলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। হত্যা মামলার আসামী না হয়েও কেবল মন্ডল গোষ্ঠির সমর্থক এটাই নুপুরের অপরাধ।
দীর্ঘ প্রায় আড়াই মাস পর নুপুর কেনো বাড়ি ফিরেছে-এ অভিযোগেই তার ও তার শিুশপুত্রের সাথে এ অমানবিক আচরণের ঘটনা ঘটিয়েছে ফকির গোষ্ঠির লোকজন। ফের বাড়ি ফিরলে গৃহবধুকে গণধর্ষণের হুমকিও দেয় সন্ত্রাসীরা।
মঙ্গলবার সন্ধ্যায় আহত নুপুর তার শিশুপুত্রকে কোলে নিয়ে শাহজাদপুর প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের ওই অমানবিক ঘটনার বর্ণনা দিয়ে এর প্রতিকার দাবি করেন। তিনি অভিযোগে জানান,‘প্রায় আড়াই মাস পূর্বে ফকির গোষ্ঠির সাথে মন্ডল গোষ্ঠির সংঘর্ষকালে ফকির গোষ্ঠির এক সমর্থক ফালাবিদ্ধ হয়ে মারা যান।
ফকির গোষ্ঠির লোকজনের ভয়ে তিনিসহ প্রায় শতাধিক পরিবার প্রায় আড়াই মাস ধরে প্রাণভয়ে বিভিন্ন স্থানে অবস্থান মানবেতর দিনযাপন করে আসছে।
গত সোমবার বিকেলে নুপুর দীর্ঘ আড়াই মাস পরে বাড়ি ফেরেন। পরদিন গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাচামারা পাঁকার মাথা সংলগ্ন স্থানে পৌঁছালে ফকির গোষ্ঠির জিল্লু, কায়ছার, সবুজ, মাসুদ, রানা, রাজু, যুবলু, কবিরসহ ১০/১২ জন ৪টি মোটরসাইকেল যোগে সেখানে পৌঁছে নুপুরকে টেনে হেঁচড়ে ভ্যান থেকে নামিয়ে বেল্ট দিয়ে অমানবিকভাবে পেটাতে থাকে। তাদের বর্বরোচিত হামলা থেকে রেহাই পায়নি ৪ বছরের শিশু প্রান্তও।
প্রান্তকে তারা নুপুরের কোল থেকে কেড়ে নিয়ে উচু করে দূরে ছূঁড়ে ফেলে দিলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসী শিশুটির মাথায় পানি ঢাললেও প্রায় দেড় ঘন্টা পর শিশুটির জ্ঞান ফেরে। এরপর থেকে শিশু প্রান্ত প্রলাপ বকছে। এ ঘটনায় আগামীকাল (বুধবার) শাহজাদপুর চৌকি আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গৃহবধু নুপুর এ বর্বরোচিত হামলার প্রতিকার দাবি করেন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে।
বাংলা৭১নিউজ/জেএস