বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে শনিবার সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইকলাস মোল্ল্যা (৬০) নামে ১ জন নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী সাজিনা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়ছ। আহতদের ৪ জনকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে।
এলাকাবাসি ও আহতরা জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর গ্রামের ফুলমিয়া ও ইমান আলী মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চাউলিয়া বাজারে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের লোকজনের কথা কাটাকাটি। এরই জের ধরে শনিবার সকাল ১০ টার দিকে ফুলমিয়া তার সমর্থক মজনু, ইলিয়াস, আলমাস, খলিলসহ অন্তত ৩০ জনের একটি দল ইমান আলীর সমর্থক এখলাস মোল্ল্যার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় তারা ইকলাস মোল্যা, তার ছেলে আবুল কালাম (৩০), স্ত্রী সাজিনা বেগম (৫০), প্রতিবেশী আলী হোসেন (৩৬) ও হাবিবুর রহমান (৪০) সহ অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করে। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইকলাস মোল্যাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তিনি নিজেসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস