বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করে তারা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
জানা যায়, আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও সড়ক সমূহ প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে মানববন্ধন করে। শিক্ষার্থীদের ধংসাত্বক কর্মকান্ড এড়াতে ঘটনাস্থলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা রমজানের মধ্যেও আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দেন। একইসাথে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রের যে কোন কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/জেএস