মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকৌশলীর বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার লুট

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের অদূরে লাবসা দরগাপাড়া এলাকায় কাজী আব্দুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ১৫ ভরি স্বর্ণালংকার, ৮০ হাজার টাকা ও একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এসময় ডাকাতদের অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছেন ওই প্রকৌশলীর মা।

সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের ভাষ্যমতে, ভোর ৪টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেন। প্রথমে তারা তার বৃদ্ধা মা রাহেলা বেগমকে রামদা দিয়ে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরে সবাইকে বেঁধে ফেলে ডাকাতদল। পরে চাবি নিয়ে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেন তারা।

প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ বলেন, ডাকাতদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে গেছেন, কাউকে বললে পরবর্তীতে ছেলেমেয়েদের অপহরণ করা হবে।

jagonews24

প্রকৌশলীর একমাত্র মেয়ে শাম্মা বিনতে রাশীদ (৩০) যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি বলেন, ২৫ দিন আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। তার নিজের এবং মা ও চাচির যত গহনা ছিল সব ডাকাতরা লুট করে নিয়ে গেছেন। আলমারিতে যত গহনা ও টাকা ছিল তাও নিয়ে গেছেন। সমস্ত বাড়ি তারা তছনছ করেছেন।ডাকাতরা সবাই যুবক ছিলেন বলেও জানান তিনি।

প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) বলেন, ‘বাড়িতে আমরা আটজন ছিলাম। তারা আমাদের সবার হাত বেঁধে ফেলে। তাদের হাতে রামদা, শাবলসহ দেশীয় অস্ত্র ছিল। প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে তারা। যাওয়ার সময় মোবাইলগুলো ঘরের ভেতরে ফেলে গেছে।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাড়ির মালিক এ ঘটনায় একটি অভিযোগ করেছেন। মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com