বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: বাউফলে এক সরকারি কর্মকর্তার পথরোধ করে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করেছে কতিপয় দুর্বৃত্ত। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম মোঃ আশ্রাব আলী (৪০)। তিনি বাউফল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পদে চাকরী করছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে গোলাবাড়ি-কালিশুরী সড়কের গুলবাগ এলাকায় ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই প্রকৌশলী ঘটনার দিন দিবাগত রাতে জরুরী প্রয়োজনে মোটরসাইকেলে করে কালিশুরী থেকে উপজেলা সদরে ফিরছিলেন। গোলাবাড়ি-কালিশুরী সড়কের গুলবাগ এলাকায় আজাহার চৌকিদারের বাড়ির সামনে পৌঁছালে কয়েক দুর্বৃত্ত গাছ ফেলে মোটর সাইকেলের গতিরোধ করে । পরে তাঁর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে সড়কের পাশে পেলে রাখে।
অপরদিকে বাউফল থেকে মাইক্রো গাড়িতে করে কালিশুরি ফিরছিলেন স্লোব-বাংলাদেশ নামে বেসরকারি হাসপাতালের চিকিৎসক রানী জামান ও তার চিকিৎসক স্বামী রায়হান সোহাগ। তাঁদের গাড়িরও গাছ ফেলে গতিরোধের চেষ্টা চালায় এবং হামলা চালিয়ে রামদা ও লাঠি দিয়ে গাড়ির সামনের কাচ, লুকিং গ্লাস ভেঙে ফেলে। কিন্তু চালকের সাহসীকতায় মাইক্রো গাড়িটি থামানো সম্ভব হয়নি। খবর পেয়ে বাউফল থানার ওসি ঘটনাস্থলে যান।
বাংলা৭১নিউজ/জেএস